শাটল ট্রেনে কাটা পড়ে ভিক্ষুকের মৃত্যু

চবি প্রতিনিধি | রবিবার , ৩১ অক্টোবর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাটল ট্রেনে কাটা পড়ে মনুজা বেগম (৭০) নামে এক ভিক্ষুক মৃত্যুবরণ করেছেন। গতকাল শনিবার নগরীর কদমতলী রেলগেট এলাকায় সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়গামী ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। মনুজা বেগম নামে ওই বৃদ্ধার স্বামী-সন্তান কেউ নেই। তিনি রেললাইনের পাশের একটি বস্তিতে থাকতেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সকালে রেলগেট সংলগ্ন এলাকায় শাক তুলতে যান মনুজা বেগম। রেললাইন পার হতে গিয়ে বিশ্ববিদ্যালয়গামী শাটলের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শাটলে কাটা পড়ে নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করে চমেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে মেম্বার প্রার্থী আটক
পরবর্তী নিবন্ধদিনে শনাক্ত মহামারীর শুরুর পর্যায়ে নামল