শাটল ট্রেনের সময়সূচি : সময়ানুবর্তিতার দাবি

| শুক্রবার , ১৮ এপ্রিল, ২০২৫ at ৫:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান যাতায়াত মাধ্যম শাটল ট্রেন। প্রতিদিন হাজারো শিক্ষার্থী এই ট্রেনের ওপর নির্ভর করে ক্লাসে যান। কিন্তু দুঃখজনকভাবে ট্রেনের সময়সূচি এখন নিয়মিত উপেক্ষিত হচ্ছে কখনও অযথা দেরি করে আসে, আবার কখনো অনেক দেরিতে স্টার্ট করে। এর ফলে শিক্ষার্থীদের ক্লাস মিস, মানসিক চাপ এবং মূল্যবান সময়ের অপচয় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় ট্রেন মাঝপথে এসে অকারণে দাঁড়িয়ে থাকে, যা দুর্ভোগকে আরও দীর্ঘ করে তোলে। ইঞ্জিন দুর্বল হওয়ায় ট্রেনের গতি ধীর, তাই শক্তিশালী ইঞ্জিন সংযুক্ত করা একান্ত প্রয়োজন। পাশাপাশি, গরমকালে ফ্যান না থাকায় ভেতরে থাকা অসম্ভব হয়ে পড়ে, আবার সব বগিতে ভালোভাবে লাইটের ব্যবস্থা না থাকার কারণে রাতের বেলায় অনেক দুর্ঘটনা ঘটে থাকে। বিশেষ করে যখন যাত্রীসংখ্যা বেশি থাকে, তখন এটি আরও কষ্টদায়ক হয়। সমাধান হিসেবে সময়সূচি কঠোরভাবে অনুসরণ, ট্রেনের সংখ্যা ও বগি বৃদ্ধি, প্রতিটি বগিতে ফ্যানের ব্যবস্থা, এবং তথ্যপ্রযুক্তিনির্ভর মনিটরিং চালু করা জরুরি। শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে শাটল ট্রেন ব্যবস্থাকে অবশ্যই আরও দায়িত্বশীল, সময়নিষ্ঠ ও সেবামুখী করে তোলার দাবি জানাচ্ছি।

রাশেদুল ইসলাম আকিব

শিক্ষার্থী,

ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

পূর্ববর্তী নিবন্ধযুব বিদ্রোহ : চারদিনের জন্য ছিলো চট্টগ্রাম স্বাধীন
পরবর্তী নিবন্ধআসলেই জীবন কত না সুন্দর