‘শাটলতান’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব

| শনিবার , ২০ মার্চ, ২০২১ at ১:২৯ অপরাহ্ণ

তরুণ লেখক মুসাদ্দিকুল ইসলামের ‘শাটলতান’ গল্পগ্রন্থের প্রকাশনা উৎসব যুব সংগঠন তারুণ্যে সংশপ্তকের উদ্যোগে গত ১৮ মার্চ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সরকারি হাজী মুহম্মদ মহসিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ ইলিয়াছের সভাপতিত্বে এবং তারুণ্যে সংশপ্তকের কার্যনির্বাহী সদস্য সারাহ বিনতে চৌধুরীর সঞ্চালনায় প্রকাশনা উৎসবে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়ের, সেক্টর কমান্ডার্স ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, বিএসআর কর্মকর্তা মোহাম্মদ হাসান, আশিয়ার চেয়ারম্যান এম এ হাশেম, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি মোহাম্মদ সেলিম, আব্দুল মালেক খান, তানভীর তপু, শাহ ইসমাইল, জিল্লুর রহমান, মেজবাহ হক, এরফানুল ইফতু, মেজবাহ আলম, সাজিদ, শিহাব শারাফ, রেজাউল প্রমুখ। সাংস্কৃতিক পর্বে লোকগান পরিবেশন করেন ব্যান্ডদল পিঞ্জিরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসৈয়দ এহসানুল হক
পরবর্তী নিবন্ধমুরগী বহনকারী পিকআপে ৩০ হাজার ইয়াবা