ঢাকাই চলচ্চিত্রের নাম্বার ওয়ান খ্যাত চিত্রনায়ক শাকিব খান। দীর্ঘ দিন ধরে এককভাবে রাজত্ব করছেন তিনি। রুপালি পর্দায় তার অভিনয় দেখে দর্শক কখনো হাসেন আবার কখনো কাঁদেন। অনেকে ধারণা করেন, শাকিব খান বাস্তব জীবনে গম্ভীর প্রকৃতির মানুষ। কিন্তু তিনি রসিকতা করতেও পছন্দ করেন। তার প্রমাণ মিলেছে অভিনেতা জাদু আজাদের সঙ্গে তোলা শাকিব খানের একটি ছবিতে। এতে দেখা যায় জাদু আজাদের কান ধরে আছেন শাকিব। অভিনেতা জাদু আজাদ তার ফেসবুকে এ ছবি পোস্ট করেছেন। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। শাকিব খানের অসংখ্য সিনেমায় জাদু আজাদ বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। বাস্তব জীবনেও তাদের মধ্যে সু-সম্পর্ক রয়েছে। চলচ্চিত্রের গল্পে বিভিন্ন অনু্ষ্ঠানে শাকিব খানের সঙ্গে দেখা যায় তাকে।