‘চাঁদা দাবি’ ও ‘হত্যার হুমকি’র অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের করা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন প্রযোজক রহমত উল্লাহ।
অস্ট্রেলিয়া প্রবাসী রহমত গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন বলে আদালতের পেশকার ইখতিয়ার উদ্দিন জানান। এরপর মামলাটি স্থানান্তরের আদেশ দেন বিচারক। নতুন কোন আদালতে এ মামলার বিচার চলবে তা নির্ধারণ করবেন মুখ্য মহানগর হাকিম। খবর বিডিনিউজের।
শাকিব খানের আইনজীবী খায়রুল হাসান জানিয়েছেন, ‘অসুস্থতার’ কারণে এদিন শাকিব আদালতে উপস্থিত হতে পারেননি। তার আইনজীবী সময়ের আবেদন করলে তা মঞ্জুর করেছেন বিচারক।
গত ২৩ মার্চ শাকিব খান এ আদালতে হাজির হয়ে রহমত উল্লাহ নামে মামলা করেন। বাদীর জবানবন্দি গ্রহণ করে বিচারক রহমত উল্লাহকে ২৬ এপ্রিল আদালতে হাজির হতে সমন জারি করেন। প্রথম মামলা করার চারদিন পর গত ২৭ মার্চ টেলিভিশনে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দেওয়ায় অভিযোগে রহমত উল্লার বিরুদ্ধে ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আরও একটি মামলা করেন শাকিব। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে আগামী ৬ জুন পিবিআইকে তদন্ত করে প্রতিবেন দাখিলের জন্য নির্দেশ দিয়েছেন। এরপর ১৩ এপ্রিল মানহানির অভিযোগে চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে পাল্টা মামলা করেন রহমত উল্লাহ। আদালাত মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে।












