শাকিবের প্রতি মিনিট সময়ের দাম পৌনে দুই লাখ টাকা!

| রবিবার , ৯ নভেম্বর, ২০২৫ at ৪:৫৮ পূর্বাহ্ণ

রাজধানীর বনানীতে একটি শোরুম উদ্বোধনে গত শুক্রবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাকিব খান। অল্প সময়ের জন্য তার উপস্থিতির ব্যাপারটা মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিকমাধ্যমে। এই আয়োজনে শাকিব খান নাকি মাত্র ২০ মিনিটে ৩৫ লাখ টাকা নিয়েছেন। খবর বাংলানিউজের।

তার মানে প্রতি মিনিটে শাকিব নিয়েছেন পৌনে দুই লাখ টাকা? বিষয়টি নিয়ে জনপ্রিয় উপস্থাপক ও রেডিও জকি গোলাম কিবরিয়া নিজের ফেসবুকে লেখেন, বাংলাদেশের সুপারস্টার সময় দিয়েছে ২০ মিনিট, পেমেন্ট নিয়েছে ৩৫ লাখ। কাজ ছিলো একটা ব্র্যান্ড প্রোমোটের! কোথাও সেই ব্র্যান্ডের নাম নাই ফেসবুকে। এমন কি সুপারস্টারের কোথাও ব্র্যান্ড ট্যাগ দেখিনি। সবাই আছে তার গোঁফ আর লুক নিয়ে। ইন্টারেস্টিং। কোন এজেন্সি করেছে এই ইভেন্ট ম্যানেজমেন্ট? এদিকে শাকিব খান নিজের ফেসবুকে বনানীর আলোচিত ইভেন্টের কয়েকটি ছবি পোস্ট করেছেন। তবে শাকিব খান যে প্রতি মিনিটে পৌনে দুই লাখ টাকা নিয়েছেন বা ২০ মিনিটে তা শাকিব সংশ্লিষ্ট কেউ বা তার তরফ থেকে জানানো হয়নি। তবে বিষয়টি নিয়ে সামাজিকমাধ্যমে আলোচনাসমালোচনা চলছেই। এদিকে এরই মধ্যে নতুন সিনেমা ‘সোলজার’এর শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শাকিব খান। সেই সিনেমায় নিজের যে গোঁফওয়ালা লুক সেভাবেই ওই শোরুম উদ্বোধনে হাজির হয়েছিলেন দেশ সেরা এই নায়ক। এদিন প্রকাশ্যে তার এই লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষকতা : স্বপ্নময় পথ ধরে এগিয়ে যাওয়া
পরবর্তী নিবন্ধরুশ জ্বালানিতে নিষেধাজ্ঞা হাঙ্গেরিকে এক বছরের ছাড় দিলেন ট্রাম্প