শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন ২৮ মে

চূড়ান্ত ভোটার তালিকা হতে ৮৩ জনকে বাদ দেয়ার আদেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ২৬ মে, ২০২২ at ১০:৫৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী শাকপুরা চৌমুহনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের নির্বাচন আগামী ২৮ মে। নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা হতে অনিয়মের মাধ্যমে করা ৮৩ জন ভোটারকে বাদ দেয়ার আদেশ দিয়েছেন জেলা সমবায় অফিসার মুরাদ আহাম্মদ।

জেলা সমবায় অফিস সূত্রে জানা যায়, এ সমিতির সভাপতি প্রার্থী হাজী মুহাম্মদ ইউসুপের আবেদনের প্রেক্ষিতে জেলা সমবায় অফিসার শুনানি শেষে অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে করা ৮৩ জনের নাম চূড়ান্ত ভোটার তলিকা হতে বাদ দিয়ে নতুন তালিকা করে ঐতিহ্যগত এ সমবায় সমিতির নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেন। ব্যাপক অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে বহু সদস্য এ সমিতিতে অন্তর্ভুক্ত করার অভিযোগ রয়েছে। বর্তমানে উক্ত সমবায় সমিতিতে ৫০৭ জন সদস্যের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অর্ন্তভুক্ত ছিল।

অপরদিকে বর্তমান সভাপতি মোজাহের আলমের বিরুদ্ধে বোয়ালখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নং ৩(৪) ১৯ থাকায় তাকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করারও আবেদন জানান অপরাপর প্রার্থীরা। তবে বিষয়টি নিয়ে এখনো কোন সিদ্ধান্ত হয়নি বলে সূত্র জানিয়েছে।

পূর্ববর্তী নিবন্ধনিলামে সব গাড়ি বিক্রির আশা কাস্টমস কমিশনারের
পরবর্তী নিবন্ধসম্মেলনকে স্বাগত জানিয়ে সাগরিকায় যুবলীগের মিছিল