আনোয়ারায় শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির রজতজয়ন্তী পালিত হয়েছে। গত ১৬ জানুয়ারি আনোয়ারা উপজেলা পার্কে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এই রজতজয়ন্তী উৎসব পালিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নেছার উদ্দিন। প্রধান বক্তা ছিলেন জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক সরোজ আহমেদ। শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক মহসিন পারভেজের সভাপতিত্বে সুশান্ত কুমার শীলের সঞ্চালনায় অনুষ্ঠিত রজত জয়ন্তী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক মোজাম্মেল হক, আনোয়ারা উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সাংবাদিক ইমরান এমি ও আমিন ফারুক, সাংবাদিক শফিউল আজিম, মো. রফিক ইসলাম , ইমরান বিন ইসলাম, সেলিমুল হক, এড. পি কে বিশ্বাস, মো. ওসমান গনি, মাহমুদুল হক, মীর জুবেদ।










