আনোয়ারা শাওলিন কুংফু এন্ড উশু একাডেমির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব পালিত হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে অনাড়ম্বর এক অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব পালিত হয়। গত শুক্রবার বিকাল ৩টায় আনোয়ারা সদরে এ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক মহসিন পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম, আনোয়ারা সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. ছৈয়দ, ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা মামুনুর রশীদ, ডা. মনজুরুল ইসলাম, আনোয়ারা প্রেস ক্লাবের সভাপতি সরোজ আহমেদ, সাংবাদিক মো. মোজাম্মেল হক, ছড়াকার রফিক আহমদ খান, এস এম শাহেদ, মো. তারেকুল ইসলাম, মো. আকরাম, ওসমান গণি, আলী আকবর, আখতারুজ্জামান ও একাডেমির সদস্যবৃন্দ।