চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্ার্থিক পৃষ্ঠপোষকতায় আয়োজিত মেয়র অনূর্ধ্ব–১৮ একাডেমি কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়েছে গতকাল। সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। উদ্বোধনী ম্যাচে শাইনিং স্পোর্টস একাডেমি ৯ উইকেটের বিশাল ব্যবধানে রয়্যাল স্পোর্টস একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা রয়্যাল স্পোর্টস একাডেমি শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। দলের প্রথম চারজন ব্যাটার আউট হয়েছে দুই অংকের ঘরে যাওয়ার আগেই। আজমাইন হোসাই এবং আওসাব কিছুটা প্রতিরোধ গড়লেও তারা দলের ইনিংসকে বড় করতে পারেনি। ফলে ১৬.৪ ওভারে ৮২ রান করে অল আউট হয়ে যায় রয়্যাল স্পোর্টস একাডেমি। দলের পক্ষে আজমাইন ১৩, আওসাব ২৪ বলে ২৪ এবং সাফায়েতুল ৮ বলে ১৮ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। শাইনিং স্পোর্টস একাডেমির পক্ষে ৯ রানে ৩টি উইকেট নিয়েছে মাইনুল হাসান। এছাড়া ২টি করে উইকেট নিয়েছে শোয়াইব, খোরশেদুল এবং মাহমুদউল্লাহ। জবাবে ব্যাট করতে নামা শাইনিং স্পোর্টস একাডেমি ১৩.১ ওভারে অপূর্ব রালে উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। অপূর্ব ১১ বলে ২২ রান করে আউট হলেও আবদুল মতিন ২১ এবং ওজাইর আলম ৩২ বলে ৩৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়ে। দিনের অপর ম্যাচে চট্টগ্রাম ইয়থ ক্রিকেট একাডেমি ৬ উইকেটে সে এস স্পোর্টস একাডেমিকে পরাজিত করে শুভ সূচনা করে। বৃষ্টির কারণে ১৮ ওভারে নেমে আসা ম্যাচে টসে হেরে ব্যাট করতে নামা সিএস স্পোর্টস একাডেমি ১৭.২ ওভারে ৮৩ রানে অল আউট হয়ে যায়। দলের পক্ষে ওমর ফারুখ ১৮, আবদুল্লাহ নুর ১২ এবং শাকিল আহমেদ ১৩ রান ছাড়া বাকি কেউই দুই অংকের ঘরে যেতে পারেনি। চট্টগ্রাম ইয়থ ক্রিকেট একাডেমির পক্ষে ইলমান আমিন, মহিনুল এবং আবিদ প্রত্যেকে ২টি করে উইকেট নিয়েছে। জবাবে ব্যাট করতে নামা চট্টগ্রাম ইয়থ ক্রিকেট একাডেমি ১৬.১ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে। দলের পক্ষে হামিম ২৭ রান করে অপরাজিত থাকে। এছাড়া মহিন ১২ এবং আবিদ করে ১৮ রান। সিএস স্পোর্টস একাডেমির পক্ষে ২টি উইকেট নিয়েছে আওয়ান খান। এর আগে সিটি মেয়র বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। আরিফুল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এ্যাডভোকেট শাহীন আফতাব রেজা চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আবদুল হান্নান আকবর, আমিনুল ইসলাম, ফরিদ আহাম্মদ, মকসুদুর রহমান বুলবুল, মো. জসিম উদ্দিন চৌধুরী, এম এ মুসা বাবলু, এনামুল হক, আবদুল আহাদ রিপন প্রমুখ।