শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি পরীক্ষা আগামীকাল বৃহস্পতিবার বিভিন্ন জেলা–উপজেলার ১৬৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। স্কুল ও মাদ্রাসা পর্যায়ে ২য় শ্রেণি থেকে ৮ম পর্যন্ত অনুষ্ঠেয় বৃত্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ৫১৭৬৬ জন পরীক্ষার্থী। অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা হতে ১টা পর্যন্ত এ পরীক্ষা সফলকল্পে বৃত্তি পরিচালনা বোর্ডের প্রস্তুতি সভা গতকাল মঙ্গলবার চেরাগি পাহাড়স্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। শহীদ হালিম–লিয়াকত স্মৃতি বৃত্তি কেন্দ্রীয় পরিচালনা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আজহারীর সভাপতিত্বে সর্বশেষ প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সচিব সৈয়দ মুহাম্মদ গোলাম কিবরিয়া, পরীক্ষা নিয়ন্ত্রক আজিম উদ্দিন আহমেদ, নির্বাহী পরিচালক মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ রায়হান খান, সৈয়দ মুহাম্মদ খোবাইব, মুহাম্মদ এমরানুল ইসলামসহ বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ। সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেছেন বৃত্তি পরিচালনা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দীন আজহারী। প্রেস বিজ্ঞপ্তি।








