হাটহাজারী স্পোর্টস ক্লাবের উদ্যোগে এবং পৌরসভা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ অহিদুল আলমের পৃষ্ঠপোষকতায় আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ফুটবল টুর্নামেন্টের গতকালের খেলায় মির্জাপুর ৩–১ গোলে আবাহনীকে পরাজিত করে। গতকাল বৃহস্পতিবার বিকালে হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় মির্জাপুর ফুটবল একাডেমি ৩–১ গোলে হাটহাজারী আবহানীকে পরাজিত করেছে। খেলায় মির্জাপুর ফুটবল একাডেমির সায়েম ২ গোল করে ম্যান অফ দা ম্যাচ নির্বাচিত হয়। মির্জাপুরের পক্ষে একটি গোল করেন মো. নাজিম। অপরদিকে হাটহাজারী আবহানীর পক্ষে একটি গোল পরিশোধ করে ব্যবধান কমান সাকিল। ম্যান অব দ্যা ম্যাচের হাতে পুরস্কার তুলে দেন হাটহাজারী উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি মো. এমরান চৌধুরী। ম্যাচ সেরার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক কৃতি ফুটবল খেলোয়াড় মো. আবদুল হালিম। এসময় উপস্থিত ছিলেন হাটহাজারী স্পোর্টস ক্লাবের সাধারণ সম্পাদক ও সাবেক কৃতী ফুটবলার হোসেন মেহেদি, আবুল বশর প্রমুখ।