শহীদ সাবিদুল ইসলাম সাজ্জাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১০:৪১ পূর্বাহ্ণ

দোহাজারী আবাহনী ক্রীড়া চক্র আয়োজিত শহীদ সাবিদুল ইসলাম সাজ্জাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট গত শুক্রবার সম্পন্ন হয়েছে। খেলা শেষে পুরষ্কার বিতরনী অনুষ্ঠান সাবেক জাতীয় ফুটবলার শওকত খান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদের পুত্র বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যকরী সংসসের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দিন আহমদ আসিফ। খেলায় উদ্বোধক ছিলেন মো. লিয়াকত আলী। বিশেষ অতিথি ছিলেন খালেদা আক্তার, মোহাম্মদ আব্দুর শুক্কুর, এড. নজরুল ইসলাম সেন্টু, মোহাম্মদ শাহ আলম মেম্বার, আসকর বাবু, মোহাম্মদ জামাল উদ্দীন মেম্বার, মোহাম্মদ নাজিম উদ্দীন নাজিম, মো. নাজিম উদ্দিন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে ২৫.২৯ কোটি টাকার শেয়ার লেনদেন
পরবর্তী নিবন্ধবাংলাদেশ স্কোয়াশ রেকেটস ফেডারেশন ও মুসকান ড্রিংকিং ওয়াটারের মধ্যে চুক্তি স্বাক্ষর