রাজনীতিবীদ ও সাবেক সংসদ সদস্য জহুর আহমেদ চৌধুরীর সন্তান শহীদ সাইফুদ্দিন খালেদ চৌধুরীর কবর স্বপরিবারে জেয়ারত করেছেন শহীদের ভাই চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী।
গতকাল দুপুরে রাঙ্গুনিয়ায় তাঁর কবর জেয়ারতকালে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম চিশতি, বীর মুক্তিযোদ্ধা চিরঞ্জীব চৌধুরী, রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী, সাংবাদিক জগলুল হুদা প্রমুখ।
১৯৭১ সালের ১৩ এপ্রিল সম্মুখযুদ্ধে পাকিস্তানী পাক হানাদারদের গুলিতে রাঙ্গুনিয়া ও রাউজানের সীমান্তের চুয়েট গেট এলাকায় শহীদ হয়েছিলেন সাইফুদ্দিন খালেদ চৌধুরী, চাকসুর সাবেক ভিপি আবদুর রব, দিলীপ কুমার চৌধুরী, অধ্যাপক মোজাফফর আহমদ চৌধুরী এবং মো. ইউনুচ। তাদের স্মরণে ঈমাম গাজ্জালী কলেজের মূল ফটকে স্মৃতি ফলক নির্মাণ করা হয়েছে। শহীদদের মধ্যে সাইফুদ্দিন খালেদ চৌধুরী ও আবদুর রবের লাশ দাফন করেছেন ওই এলাকার বাসিন্দা আবু মোহাম্মদ ও তার বাবা আবদুল গফুর। তাদের বাড়ির পেছনে এখনো সাইফুদ্দিন খালেদ চৌধুরীর কবরটি সংরক্ষণ করে রেখছেন আবু মোহাম্মদ।