শহীদ শাহজাহান সংঘ ক্রিকেট দলের জার্সি উন্মোচন

| শুক্রবার , ১১ ফেব্রুয়ারি, ২০২২ at ৮:২৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় আয়োজিত আসন্ন মুজিববর্ষ সিজেকেএস প্রিমিয়ার ক্রিকেট লীগে অংশগ্রহণকারী শহীদ শাহজাহান সংঘের জার্সি উম্মোচন অনুষ্ঠান গত বুধবার চট্টগ্রাম এম.এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারমিক ল্যাবরেটরী লি: এর ব্যবস্থাপনা পরিচালক ডা. আহমেদ রবিন ইস্পাহানী। এসময় উপস্থিত ছিলেন সিজেকেএস সহ-সভাপতি মো. হাফিজুর রহমান, সিজেকেএস ক্রিকেট কমিটির সম্পাদক ও শহীদ শাহজাহান সংঘের সাধারণ সম্পাদক আবদুল হান্নান আকবর, সিজেকেএস কাউন্সিলর শাহ পরান নিশান, কল্লোল দাশ, সাবেক ক্রিকেট খেলোয়াড় ও দলীয় ম্যানেজার মো. ইকবাল বাহার সুজনসহ দলের তালিকাভুক্ত খেলোয়াড়বৃন্দ প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধভলিবলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় সুখবিলাস প্ল্যানটেশন ব্যাডমিন্টন টুর্নামেন্ট সম্পন্ন