শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি দক্ষিণ জোনের পুরস্কার বিতরণ

| শনিবার , ২ আগস্ট, ২০২৫ at ১১:০৯ পূর্বাহ্ণ

শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি দক্ষিণ জোনের আয়োজনে ২৬ জুলাই সকাল ৯টায় নানুপুর লায়লাকবির কলেজ অডিটোরিয়ামে এক অনন্য বৃত্তি প্রদান ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান দক্ষিণ জোনের সাবেক পরিচালক মাওলানা মোহাম্মদ মাঈন উদ্দিন নুরানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন শহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের সচিব আলহাজ্ব এম. ওয়াহেদ মুরাদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানুপুর লায়লাকবির কলেজ গভর্নিং বডির সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ মুসলেহ উদ্দিন আহমদ মাদানী। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক চেয়ারম্যান প্রফেসর ড. .এস.এম বোরহান উদ্দীন।

বিশেষ উপস্থিত হিসেবে ছিলেননানুপুর লায়লাকবির কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য আব্দুশ শাকুর আনচারী, নানুপুর লায়লাকবির কলেজের অধ্যক্ষ বিজন কুমার শীল, জমিয়াতুল মোদার্রেসীন চট্টগ্রাম উত্তর জেলা নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, শহীদ লিয়াকত স্মৃতি সংসদ ফটিকছড়ি জোনের প্রধান উপদেষ্টা মমতাজ উদ্দিন হোসাইনী, দক্ষিণ জোনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব হেলাল উদ্দীন ডক্টর ল্যাব চট্টগ্রামের ডাইরেক্টর মুসলেহ উদ্দিন চৌধুরী, মুহাম্মদ আলমগীর কন্ট্রাক্টর, সংবর্ধিত অতিথি ছিলেন ১৬নং বক্তপুর ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী তছলিম উদ্দিন আলকাদেরী। বিশেষ আলোচক ছিলেনশহীদ লিয়াকত স্মৃতি সংসদ কেন্দ্রীয় পরিষদের পরিচালক কাজী আহসানুল আলম এবং উপপরিচালক ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন জাহেদ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীর ভাঙনের কবল থেকে রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন
পরবর্তী নিবন্ধনন্দীরহাট লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রমের বার্ষিক সভা