বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ মুরিদুল আলমের ৪৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল সোমবার চন্দনাইশের বরকল মৌলভী বাজার জামে মসজিদে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ মুরিদুল আলম। তিনি চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন। জেলা আওয়ামী লীগের সমাজকল্যাণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি চট্টগ্রামের রাজনীতির বাতিঘর।
সভায় বক্তব্য দেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক প্রদীপ দাশ, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম ফারুক ডলার, শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান, মাহাবুবুর রহমান শিবলী, মোস্তাক আহমদ আঙ্গুর, মাস্টার আহসান ফারুক, সেলিম হোসেন, দিদারুল হক দস্তগীর, ইমরান খান বাহাদুর, মিজানুর রহমান, কাজী মোস্তাফিজুর রহমান, জাহিদুল ওসমান নেছার, জাহেদ হোসেন, সরওয়ার কামাল লিটন, শাহাদাত হোসেন সুমন, সোহেল উদ্দিন প্রমুখ।