বাংলাদেশ দাবা ফেডারেশনের সহয়োগিতায় নিয়ামুল চেস একাডেমি, ইউএসএ এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের যৌথ আয়োজিত “শহীদ মীর মুগ্ধ স্মৃতি উন্মুক্ত রেপিড রেটিং দাবা প্রতিযোগিতা গতকাল বাংলাদেশ দাবা ফেডারেশনের হলরুমে শুরু হয়েছে। দেশের শীর্ষস্থানীয় দাবাড়ুদের সাথে সারা দেশ থেকে ১৮৪ জন দাবাড়ু দীনব্যাপী আয়োজিত ৯ রাউন্ডের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন। সকাল সাড়ে দশটায় উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সদস্য রাহাত হোসেন এই প্রতিয়োগিতার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টুর্নামেন্টের ডিরেক্টর রফিকুল ইসলাম শাহীন এবং ফিদে আরবিটর তরিকুল ইমলাম তারেক। এসময় সাবেক জাতীয় মহিলা চ্যাম্পিয়ন মহিলা ফিদে মাস্টার তনিমা পারভীন, ফিদে আরবিটর কাজী তাহেরুল ইসলাম এবং উত্তরা সেন্ট্রাল চেস ক্লাবের সদস্য মোস্তফা হায়দার উপস্থিত ছিলেন। খেলা শেষে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সন্ধ্যা সাড়ে ৭ টায় অনুষ্ঠিত হয়।