বিজয় দিবসে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে যাওয়ার পথে মীরসরাইয়ে বাস চাপায় মো. আলী হোসেন (৩৭) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। গত সোমবার সকালে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে যাওয়ার পথে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাসের চাপায় মারা যান তিনি। নিহত আলী হোসেন উপজেলার দক্ষিণ ওয়াহেদপুর ইউনিয়নের দক্ষিণ ওয়াহেদপুর এলাকার মো. আখেরুজ্জামানের ছেলে। জানা যায়, দুই কন্যা সন্তানের জনক আলী হোসেন পেশায় কৃষক। যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলীয় কর্মসূচির অংশ হিসেবে মহান বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে দলের নেতা–কর্মীদের সঙ্গে ভোরে নিজামপুর সরকারি কলেজ শহীদ মিনারে ফুল দিতে যাচ্ছিলেন তিনি। তখন দ্রুতগতির ঢাকাগামী একটি বাস পেছনে থাকা আলী হোসেনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই আলী হোসেন নিহত হন।