বাঁশখালীতে শহীদ মিনারে ফুল দেওয়া, ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রচার করা ও দলীয় কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার সময় মো. আজিজুর রহমান (২০) কে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আজিজুর রহমান উপজেলার শীলকূপ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি ওই ইউনিয়নের মনকিচর গ্রামের দীঘির পাড়া এলাকার নুরুল ইসলামের পুত্র। বাঁশখালী থানার সেকেন্ড অফিসার কামরুল হাসান কায়কোবাদ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, বাঁশখালী বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে ছাত্রলীগের সংঘবদ্ধ কয়েকজন ফুল দিয়ে, ভিডিও ধারণ করে সোস্যাল মিডিয়ায় প্রচার করে। তাদের বিরুদ্ধে সাংগঠনিক কর্মকাণ্ড চালানোর অভিযোগও পাওয়া যায়। সংশ্লিষ্ট ঘটনায় আজিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়।
বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। নিয়মিত মামলায় গ্রেপ্তার আসামিকে আদালতে সোপার্দ করা হয়।’