শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে প্রদীপ প্রজ্বলন

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৫:২৮ পূর্বাহ্ণ

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে প্রদীপ প্রজ্বলন করা হয়েছে। গতকাল রোববার ‘মুক্তিযুদ্ধের চেতনার প্রদীপ্ত শিখায় দূরীভূত হোক সকল অন্ধকার’ এ প্রত্যয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা ও মহানগর সেক্টর কমান্ডার্স ফোরামের উদ্যোগে সুর্যাস্তের পর এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ডঃ অনুপম সেন। এসময় অনুপম সেন বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধীতা করেছিল তারা স্বাধীনতাকে মেনে নেয়নি বিগত পঞ্চাশ বছরেও। তারাই বঙ্গবন্ধুর কালজয়ী নেতৃত্বে বাঙালির জাতীয় জীবনের সর্বশ্রেষ্ঠ অর্জন স্বাধীনতাকে বিনষ্ট করার অপচেষ্টা চালিয়ে আসছে অব্যাহতভাবে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করে তারা চরম ধৃষ্টতা দেখিয়েছে। এদের একাত্তরের মতো মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিরোধ করতে হবে।
সংগঠনের জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম মন্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার।
অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের মহানগর সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ সরফরাজ খান চৌধুরী বাবুল, দিলোয়ারা ইউসুফ, মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ জাহিদ হোসেন শরীফ, মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র বিশ্বাস, ফোরকান উদ্দিন আহমেদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের শিক্ষক হিমু হামিদ, ডঃ ওমর ফারুক রাসেল, মোহাম্মদ আলী, মুক্তিযোদ্ধা গৌরীশংকর চৌধুরী, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, মুক্তিযোদ্ধা লেয়াকত হোসেন, মুক্তিযোদ্ধা নুরুল আমীন, প্রকৌশলী রথিন সেন, এড. ইফতেখার রাসেল, সাহেদ মুরাদ শাকু, এড. সাইফুন্নাহার খুশী, জসীম উদ্দিন, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মনোয়ার জাহান মনি, উপজেলা ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, হাজী সেলিম রহমান, এড. জাহাঙ্গীর আলম, এড. কামরুল আজম, নুরুল হুদা চৌধুরী, নাজিম উদ্দিন, পংকজ রায়, মঈনুল আলম খান, মোজাম্মেল মানিক, নবী হোসেন সালাউদ্দিন, সরোয়ার আলম মনি, এড. রিক্তা বড়ুয়া, নাসরীন আকতার, পারুল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রাথমিকভাবে ১,২২২ শহীদ বুদ্ধিজীবীর তালিকা
পরবর্তী নিবন্ধহত্যায় সরাসরি জড়িত দুজন এখনো পলাতক