আনোয়ারা উপজেলার বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অভিবাবক সমাবেশ গতকাল শনিবার বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহাদাত হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সামশুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফেরদৌস হোসেন। সংবর্ধিত অতিথি ছিলেন মিজানুর রহমান চৌধুরী সেলিম, মোনায়েম খান, মো.ইলিয়াছ, সাংবাদিক এম নুরুল ইসলাম, শাহাদাত হোসেন, মো.জাকের উল্লাহ, মো.শহীদ ও রাশেদা বেগম। সমাবেশে শেষে পরিচালনা পর্ষদ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়।
প্রধান অতিথি বলেন, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয় একটি ঐতিহ্যবাহি শিক্ষা প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সাথে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত রয়েছে । তাই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে শিক্ষক- শিক্ষার্থী ও অভিভাবকদের সম্বন্বয় থেকে শিক্ষাকার্যক্রম পরিচালনা করতে হবে। এক্ষেত্রে সংস্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি শিক্ষার মানোন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।