নারী শিক্ষার অগ্রদূত, দানবীর শহীদ নূতন চন্দ্র সিংহের ১২৩তম জন্মবার্ষিকী যথাযোগ্যভাবে পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য অর্পন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শহীদ পরিবারের সদস্যবৃন্দ, কুণ্ডেশ্বরী বালিকা বিদ্যামন্দির, কুণ্ডেশ্বরী বালিকা মহাবিদ্যালয়, কুণ্ডেশ্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কুণ্ডেশ্বরীয়ান অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও কুণ্ডেশ্বরী ঔষধালয় লিঃ এর অধ্যাপক–অধ্যাপিকাবৃন্দ, শিক্ষক–শিক্ষয়িত্রীবৃন্দ, কর্মকর্তা–কর্মচারীবৃন্দ, প্রাক্তন ও বর্তমান ছাত্রীবৃন্দ। সন্ধ্যায় শহীদ বেদী ও শ্মশান মন্দিরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।