বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খোন্দকারের নেতৃত্বে নেতাকর্মীরা বিপ্লব উদ্যানের স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে সমাবেশে চেয়ারপার্সনের উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার বলেন, বাকশাল প্রতিষ্ঠা করে যেখানে গণতন্ত্রের কবর রচনা করে একদলীয় শাসন কায়েম করেছিল, সেখানে শহীদ জিয়া বিএনপি প্রতিষ্ঠা করে এবং অন্যান্য দলকে রাজনীতি করার সুযোগ দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এটা দেশের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে।
সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ হালিম ,অধ্যাপক ইউনুস চৌধুরী, ছালাউদ্দিন, নুরুল আমিন, নুর মোহাম্মদ, নুরুল আমিন চেয়ারম্যান ,সারোয়ার আলমগীর, ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কর্নেল আজিম উল্লাহ বাহার, এড. আবু তাহের, আজম খান, অধ্যাপক জসিম উদ্দিন চৌধুরী, সেলিম, শাহিদুল ইসলাম চৌধুরী, অধ্যাপক কুতুব উদ্দিন বাহার প্রমুখ।
দক্ষিণ জেলা বিএনপি: ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নগরীর ষোলশহরস্থ বিপ্লব উদ্যানে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নেতৃবৃন্দ। তবে গত ২৬ আগস্ট বাঁশখালীতে বিএনপি-পুলিশ সংঘর্ষে পুলিশ কর্তৃক দায়েরকৃত তিন মামলার জামিন নিতে হাইকোর্টে থাকায় প্রতিষ্ঠাবার্ষিকীর প্রোগ্রামে সাবেক মন্ত্রী ও জেলা বিএনপির সাবেক সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সদস্য সচিব মোস্তাক আহমদখানসহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত থাকতে পারেননি। তাদের অনুপস্থিতিতে নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পটিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক এনাম। পুষ্পমাল্য অর্পণ পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে এনামুল হক বলেন, গ্রেফতার কিংবা মামলা হামলা করে বিএনপি নেতাকর্মীদের কোনো অবস্থাতেই দমানো যাবে না। আজ দেশবাসী তাদের ভোটাধিকার আদায়ের জন্য রাতের সরকারকে দিনে বিদায় জানাতে প্রস্তুত হয়েছে। খুব শীঘ্রই গণবিস্ফোরণে আওয়ামী সরকারের পতন ঘটবে। এ সময় উপস্থিত ছিলেন নুরুল আনোয়ার চৌধুরী, ইসহাক চৌধুরী, আবদুল গফফার চৌধুরী, খোরশেদ আলম, মফজল আহমদ, আইনুল কবির, এহসান মৌলা, শাহজাহান, এডভোকেট শওকত ওসমান, শহিদুল্লাহ, শাহজাহান চৌধুরী, হাফেজ মাওলানা ফোরকান প্রমুখ।
হাটহাজারী পৌর বিএনপি : বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেন, আজ বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে গিয়ে বলতে হয় দেশে কোনো গণতন্ত্র নেই, জনগণের ভোটের অধিকার নেই। দিনের ভোট প্রশাসন দিয়ে রাতে করে জোরপূর্বক ক্ষমতা দখল করে আছে বর্তমান সরকার। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার গঠন ছাড়া কোনো সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে করতে দেওয়া হবে না। বাংলাদেশের জনগণ ব্যালট ছাড়া ইভিএমে আর কোনো ভোট দেবে না। গতকাল বিকেল ৩টায় মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুর মোহাম্মদ। সঞ্চালনা করেন উত্তর জেলা বিএনপির সদস্য জাকির হোসেন। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর নসরুল কদর। আরো বক্তব্য রাখেন নুর মোহাম্মদ, সেলিম চেয়ারম্যান, জাকির হোসেন, ডা. রফিক চৌধুরী, মোহাম্মদ গিয়াস উদ্দিন চেয়ারম্যান প্রমুখ।
মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল : মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তীর সভাপতিত্বে গতকাল বিকাল ৪টায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মহানগর যুবদলের বিক্ষোভ মিছিল পূর্বক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা শেষে বিক্ষোভ মিছিল স্টেডিয়াম থেকে শুরু হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে তিনপোলের মাথা মোড়ে গিয়ে শেষ হয়। প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ, সিনিয়র সহ সভাপতি ইকবাল হোসেন, সহ সভাপতি নুর আহমেদ গুড্ডু, সাহেদ আকবর, এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, সাহাব উদ্দিন হাসান বাবু, মিয়া মো. হারুন, হায়দার আলী চৌধুরী, নাছির উদ্দিন চৌধুরী নাসিম, জসিমুল ইসলাম কিশোর প্রমুখ।
মহানগর স্বেচ্ছাসেবক দলের র্যালি : বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এইচ এম রাশেদ খান ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন বুলুর নেতৃত্বে নগর স্বেচ্ছাসেবক দলের র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি পরবর্তী সমাবেশে উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শহীদুল্লাহ বাহার, সিরাজ উদ্দিন, মো. আসলাম, হারুন আল রশিদ, মামুনুর রহমান, মঈনুদ্দিন রাশেদ, হারুনুর রশিদ, জিয়াউর রহমান, আলী মর্তুজা খান, জমির উদ্দিন নাহিদ, জহিরুল হক টুটুল, সিরাজুল ইসলাম ভূঁইয়া, আবু বক্কর রাজু, গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন এরশাদ প্রমুখ নেতৃবৃন্দ। এর আগে সকাল ১১টায় নগরীর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পন করে মহানগর স্বেচ্ছাসেবক দল।