শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুটি সেমিফাইনাল খেলা সম্পন্ন

| শুক্রবার , ৩ জানুয়ারি, ২০২৫ at ৭:২০ পূর্বাহ্ণ

আগ্রাবাদ সি.জি.এস কলোনী শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের দুটি সেমিফাইনাল খেলা গত বুধবার রাতে আগ্রাবাদ সি.জি.এস কলোনী হাসপাতাল মাঠে ফ্লাড লাইটে অনুষ্ঠিত হয়েছে। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রথম সেমিফাইনাল ম্যাচে বিফ্রেশ সুইটস এন্ড ব্রেকারস মাদার্শা, হাটহাজারী ১০ গোলে টিম “ঢুক” দলকে পরাজিত করে ফাইনালে খেলা নিশ্চিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিফ্রেশ সুইটস এন্ড ব্রেকারস মাদার্শা, হাটহাজারীর গোলকিপার সুমন। সেরা খেলোয়াড়ের হাতে μস্েট তুলে দেন চট্টগ্রাম জেলা ফুটবল দলের সাবেক কৃতী খেলোয়াড় সাইফুল ইসলাম চমন। একই মাঠে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে অনির্বান সিজিএস একাদশ ৩২ গোলে চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বিজয়ী দলের নাইজেরিয়ান খেলোয়াড় বাকুলা। সেরা খেলোয়াড়ের হাতে μস্েট তুলে দেন চট্টগ্রাম মোহামেডান ব্লুজের কৃতী ফুটবলার ইব্রাহীম হোসেন চৌধুরী লাভলু এবং সাবেক কৃতি ফুটবলার মাশরুর আহমেদ মিঠু। আগামীকাল শনিবার সন্ধ্যা ৫.৩০ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন সাফ ফুটবল জয়ী বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক, বিএনপি’র কেন্দ্রীয় কমিটির μীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহ্বায়ক আমিনুল হক।

পূর্ববর্তী নিবন্ধবোয়ালখালীতে শহিদ জিয়া স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধদুর্দান্ত রেকর্ডে অনন্য উচ্চতায় তাসকিন