সিজিএস কলোনী শহীদ জিয়া স্মৃতি সংসদ আয়োজিত শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শেষ দুটি কোয়ার্টার কোয়ার্টার ফাইনাল খেলা গতকাল সম্পন্ন হয়েছে। দিনের প্রথম এবং টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনালে হাটহাজারী মাদার্শা বি ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্স টাইব্রেকারে ৭–৬ গোলে সিটিজি প্রোপার্টি ফুটবল একাডেমিকে পরাজিত করে সেমিফাইনাল নিশ্চিত করে। ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় বি ফ্রেশ সুইটস এন্ড ব্রেকার্সের গোলকিপার সুমান। সেরা খেলোয়াড়ের হাতে μস্েট তুলে দেন মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের সাবেক কৃতী খেলোয়াড় শহীদুল ইসলাম সুমন। দিনের দ্বিতীয় এবং টুর্নামেন্টের চতুর্থ ও শেষ কোয়ার্টার ফাইনালে গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদকে ১–০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নেয় চট্টগ্রাম কর কর্মচারী কল্যাণ সংসদ। এই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয় কর কর্মচারী কল্যাণ সংসদের সাজ্জাদ। এইখেলায় পুরস্কার বিতরণ করেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাব এর প্রাক্তন কৃতী খেলোয়াড় মো. আলম।