শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে গত ২৩ ডিসেম্বর দুটি খেলা অনুষ্ঠিত হয়। আগ্রাবাদ সিজিএস কলোনিস্থ হাসাপাতাল মাঠে অনুষ্ঠিত প্রথম খেলায় শহীদ নজরুল ইসলাম (স্বপন) স্মৃতি সংসদ ১–০ গোলে সিজিএস কলোনি সিনিয়র একাদশকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রাব্বি। সেরা খেলোয়াড়ের ক্রেস্ট প্রদান করেন চট্টগ্রাম কাস্টমসের সাবেক কৃতী ফুটবলার কামরুল ইসলাম পাভেল। দ্বিতীয় খেলায় বি–ফ্রেশ সুইটস এন্ড বেকার্স মাদার্শা ৩–১ গোলে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদকে পরাজিত করে। সেরা খেলোয়াড় নির্বাচিত হয় সাকিব। তার হাতে ট্রফি প্রদান করেন চট্টগ্রাম মোহামেডান ক্লাবের সাবেক কৃতি ফুটবলার ইব্রাহিম হোসেন চৌধুরী লাভলু।
এদিকে ২২ ডিসেম্বর শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে দুটি খেলা অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় অনির্বান এবং টিমঢুকের খেলা ১–১ গোলে ড্র হয়। অনির্বান দলের রুদ্র দাশ ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হয়। সেরা খেলোয়াড়ের ট্রফি প্রদান করেন চট্টগ্রাম কাস্টমস এর সাবেক কৃতি ফুটবলার মাসরুর আহম্মেদ মিঠু। দ্বিতীয় খেলায় সংযুক্ত সামাজিক সাংস্কৃতিক সংগঠন ৩–২ গোলে গোসাইলডাঙ্গা জিয়া স্মৃতি সংসদকে পরাজিত করে। ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় আবু সাইদ। দ্বিতীয় খেলায় সেরা খেলোয়াড়ের ট্রফি প্রদান করেন আগ্রাবাদ নওজোয়ান ক্লাবের সাবেক কৃতী ফুটবলার এহতেশামুল হক চৌধুরী মুন্না।