শহীদ জিয়ার আদর্শকে সামনে রেখে নতুন দেশ বিনির্মাণে কাজ করতে হবে

তৃণমূল দল মহানগরের কর্মীসভায় ফয়েজী

| রবিবার , ২৬ জানুয়ারি, ২০২৫ at ১০:০৩ পূর্বাহ্ণ

সুপ্রিম কোর্টের সাবেক বিচারক, বিশিষ্ট আইনবিদ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটি ও মিডিয়া কমিটির সদস্য ফয়সাল মাহম্মুদ ফয়েজী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শকে সামনে রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে সকল নেতাকর্মীদের কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম, সততা ও কর্মনিষ্ঠা আজ জাতীয়তাবাদী শক্তির প্রেরণার উৎস। তাঁর আদর্শ ধারণ করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এর নেতৃত্বে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।

তিনি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৯ তম জন্মবার্ষিকীতে বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দল চট্টগ্রাম মহানগর শাখার উদ্যোগে গত শুক্রবার চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আলোচনা ও কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কামরুজামান তারেকের সভাপতিত্বে ও হাটহাজারী থানা তৃণমূল দলের সাধারণ সম্পাদক মো: দিদারুল আলমের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মো: হানিফ ব্যাপারী। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মো: জাহিদুল করিম কচি, উত্তর জেলা তৃণমূল দলের সভাপতি আইয়ুব খান, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক সৈয়দ মাসুদ, জহিরুল হক চৌধুরী, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো: নজরুল, এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রামের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ, তৃণমূল দলের কেন্দ্রীয় কমিটির যুব বিষয়ক সম্পাদক মো. মতিন, মো. শাহ আলম, মোহাম্মদ সাকি, হাজী মো. বেলাল মিয়া, মো. ফারুক, সোহেল রানা, মো. টিপু প্রমুখ। পরে জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মো. আলী নূরের মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধএপিক প্রপার্টিজের নতুন প্রকল্প এপিক মোজাফফর খান লিগ্যাসি
পরবর্তী নিবন্ধসাতকানিয়ার এওচিয়ায় সম্প্রীতি সমাবেশ