শহীদ জিয়াউর রহমান দেশের ভাগ্য উন্নয়নে কাজ করেছেন

বাড়বকুণ্ডে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বক্তারা

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ১০ নভেম্বর, ২০২৪ at ৫:০৫ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সভায় বক্তারা বলেছেন, আমাদের দেশকে অস্তিত্ব রক্ষায় কয়েকবার স্বাধীন করতে হয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি অভিভাবকহীন দেশ থেকে মুক্তি দিতে ৭ নভেম্বর সিপাহী বিপ্লবের মাধ্যমে দেশকে স্বাধীন করেছিলেন। এরপর ৫ আগস্ট আবারো স্বাধীন করে স্বৈরাচার সরকার থেকে দেশকে মুক্ত করেছে। এই দেশকে অর্থনৈতিক স্বাবলম্বি করতে সকলকে দেশ প্রেমিক হিসেবে কাজ করতে হবে। এ উপলক্ষে এতে বিশাল র‌্যালি বাড়বকুণ্ড বাজার প্রদক্ষিণ করে। বাড়বকুণ্ড ইউনিয়ন যুবদলের সভাপতি নুরনবী সাইফুল ইসলামের সভাপতিত্ব সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ডা. কমল কদর। বাড়বকুণ্ড হাই স্কুল মাঠে একরামুল হক ও মুন্নার সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন উত্তর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওরঙ্গজেব মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মো. মহিউদ্দিন,উত্তর জেলা সদস্য জহুরুল আলম জহুর, মো. মোরসালিন, বদিউল আলম বদরুল, আবুল কালাম আজাদ, সালামত উল্লাহ, জাহেদুল হাসান, লোকমান হোসেন রাকিব, মো. সাহাবুদ্দিন রাজু, ব্যারিস্টার শাকিল, মো শাখাওয়াত হোসেন রাসেল, মো. ইলিয়াছ, সেলিম উদ্দিন রানা মেম্বার, আক্তার হোসেন, শাহদাৎ হোসেন, সাদ্দাম হোসেন, জয়নাল আবেদীন দুলাল, মো. ইলিয়াছ, মো. আলিম, ইকবাল হোসেন, খুরশেদ আলম, খোকন, জয়নাল, মামুন প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধআনোয়ারায় পুলিশের অভিযানে গ্রেপ্তার চার
পরবর্তী নিবন্ধরাউজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল