শহীদ ওয়াসিম আকরাম মিডিয়া ফুটবল ফেস্টের ফাইনাল সম্পন্ন

| বুধবার , ২১ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৭ পূর্বাহ্ণ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটিপিআরইউ’র উদ্যোগে শহীদ ওয়াসিম আকরাম মিডিয়া ফুটবল ফেস্টের ফাইনাল গত সোমবার আইস ফ্যাক্টরী রোডস্থ এস এ ফ্যামিলি স্পোর্টস এরিনায় সম্পন্ন হয়। খেলার প্রথম রাউন্ডে আটটি দল অংশগ্রহণ করে। প্রথম রাউন্ড থেকে সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে আবুল হাসনাত মিনহাজের নেতৃত্বে শহীদ মোহাম্মদ ফারুক টিম, সাইফুদ্দিন রমিজের নেতৃত্বে শহীদ মীর মুগ্ধ টিম, রকিবুল আলমের নেতৃত্বে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম এবং আলীউর রহমানের নেতৃত্বে শহীদ তানভীর সিদ্দিকী টিম অংশগ্রহণ করে। সেমিফাইনাল থেকে ফাইনালে উঠে আলীউর রহমানের নেতৃত্বে শহীদ তানভীর সিদ্দিকী টিম ও রকিবুল আলমের নেতৃত্বে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম। ফাইনালে নির্ধারিত সময়ে দুই টিম তিনটি করে গোল করলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে ৩১ গোলে বিজয়ী হয় রকিবুল আলমের নেতৃত্বে শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয় টিম। খেলাশেষে বিজয়ী ও রানার্সআপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। এদিন সকালে প্রথম রাউন্ডের খেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শওকত আজম খাজা। সেমিফাইনালের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ। পলিটিক্যাল রিপোর্টার্স ইউনিটিপিআরইউ’র আহবায়ক হাসান মুকুলের সভাপতিত্বে ও সদস্য সচিব সিজেকেএস সাঁতার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান এমি ও জহিরুল ইসলাম জহিরের যৌথ পরিচালনায় অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সহসভাপতি কাজী আবুল মনসুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ, মোহাম্মদ আলী, তামাকুমন্ডি লেইন বণিক সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, আয়োজক কমিটির সদস্য শেখ সাইদুল ইসলাম ইবেন মীর, নূর হোসেন মামুন, আজীম অনন, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন।

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়া সরকারি কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
পরবর্তী নিবন্ধশ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ