শহীদ উমরের কবর জিয়ারত করে জোবাইরুল আরিফের প্রচারণা শুরু

| শনিবার , ১৩ ডিসেম্বর, ২০২৫ at ৯:৪৬ পূর্বাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর চট্টগ্রাম(চান্দগাঁওুবোয়ালখালী) আসনে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শাপলা কলি মার্কায় মনোনীত প্রার্থী জোবাইরুল আরিফ। গতকাল শুক্রবার জুমার নামাজের পরে তিনি জুলাই অভ্যুত্থানের শহীদ উমরের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণার সূচনা করেন। এসময় তিনি শহিদের রুহের মাগফিরাত ও দেশের শান্তিস্থিতিশীলতার জন্য দোয়া করেন।

জোবাইরুল আরিফ বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদ উমরদের আত্মত্যাগের বিনিময়ে আজকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি নির্বাচনের সামনে এসে আমরা দাঁড়াতে পেরেছি। তাই জুলাই শহীদদের স্মরণ করে শহীদ উমরের কবর জিয়ারতের মাধ্যমে আমি আমার নির্বাচনী যাত্রা শুরু করছি। এনসিপি নেতারা জানান, তফসিল ঘোষণার পর নির্বাচনী মাঠে ইতোমধ্যে গতি এসেছে। বিভিন্ন রাজনৈতিক দলের সম্ভাব্য প্রার্থীরা সক্রিয় হয়েছেন, তবে জনগণের কাছে পরিবর্তন ও জবাবদিহিমুখী নেতৃত্ব হিসেবে জোবাইরুল আরিফকে তুলে ধরতে তারা সুসংগঠিত প্রচারণা শুরু করেছে। জিয়ারত শেষে জোবাইরুল আরিফ স্থানীয় জনগণ ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বোয়ালখালীর বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং শহীদ ওমরের পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এনসিপির স্থানীয় নেতারা জানান, চট্টগ্রাম৮ আসনের জনগণ নতুন প্রজন্মের নেতৃত্বকে স্বাগত জানাতে প্রস্তুত, আর এই অঞ্চলের তরুণ ভোটাররা বিশেষভাবে পরিবর্তনমুখী রাজনীতির প্রতি আগ্রহী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসাতকানিয়ায় দুর্নীতি প্রতিরোধ কমিটির সভা
পরবর্তী নিবন্ধদেশনেত্রী খালেদা জিয়া আবারও ফিরে আসবেন জনতার মঞ্চে