শহীদ ইশমামের ভাইকে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ২

লোহাগাড়া প্রতিনিধি | সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ৫:৪৫ পূর্বাহ্ণ

লোহাগাড়ায় শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হককে (২২) ছুরিকাঘাতে আহতের ঘটনায় অভিযুক্ত নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২০ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়া মাল পুকুরিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, লোহাগাড়া সদর ইউনিয়নের রশিদের পাড়ার মো. শাহজাহানের পুত্র ও সদর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিনহাজ (২২) এবং উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের তৈয়বের পাড়ার নুর আহম্মদের পুত্র বাহার উদ্দিন (৩৮)

জানা যায়, বড়হাতিয়া ইউনিয়নের মালপুকুরিয়া এলাকায় জনতার ধাওয়ায় পালিয়ে যাবার সময় মিনহাজ পুকুরে পড়ে যায়। তখন তারা তাকে ইট পাটকেল নিক্ষেপ করে। অভিযানে চুনতি পুলিশ ফাঁড়ির কনস্টেবল মো. আল আমিনসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল জানান, শহীদ ইশমামুল হকের বড় ভাইকে মুহিবুল হককে ছুরিকাঘাতের ঘটনায় অভিযুক্ত মিনহাজকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া তাকে সহযোগিতার অভিযোগে বাহার উদ্দিন নামে আরেকজনকেও গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

উল্লেখ্য, শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সদর বটতলী স্টেশনস্থ আইস পার্কের সামনে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা মিনহাজের ছুরিকাঘাতে আহত হন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ইশমামুল হকের বড় ভাই মুহিবুল হক।

পূর্ববর্তী নিবন্ধপ্রচুর পরিমাণ চাল আমদানি করছে সরকার চার দেশ থেকে আসবে ৬ লাখ টন
পরবর্তী নিবন্ধএস আলম গ্রুপ চেয়ারম্যানের বিরুদ্ধে দুদকের ৩টি মামলা