শহীদ আসাদ দিবস আজ

আজাদী ডেস্ক | শনিবার , ২০ জানুয়ারি, ২০২৪ at ১০:৫৭ পূর্বাহ্ণ

শহীদ আসাদ দিবস আজ। ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানের সময়ের এই দিনে মোহাম্মদ আসাদুজ্জামান ওরফে আসাদ পুলিশের গুলিতে শহীদ হন।

বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এটি তাৎপর্যপূর্ণ একটি দিন। ১৯৬৯ সালের এদিনে ঢাকা মেডিকেল কলেজের সামনের রাস্তায় ছাত্রজনতার মিছিলে সেসময়ের পুলিশ গুলি চালায়। সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র মোহাম্মদ আসাদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হন আরো অনেক।

শহীদ আসাদের এই আত্মত্যাগ চলমান আন্দোলনে যোগ করে নতুন মাত্রা। বাঙালির স্বাধিকারের দাবিতে সোচ্চার সব শ্রেণিপেশার মানুষ জেলজুলুম উপেক্ষা করে রাজপথে নেমে আসে। পর্যায়ক্রমে আন্দোলন তীব্র থেকে তীব্রতর আকার ধারণ করে, যা পরবর্তীতে গণঅভ্যুত্থানে রূপ নেয়। দিবসটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বিভিন্ন সংগঠন শহীদ আসাদ দিবস উপলক্ষে নানা কর্মসূচি গ্রহণ করেছে।

পূর্ববর্তী নিবন্ধসিরাজুল হক মিয়া ও তারেক সোলেমান আ’লীগের দুঃসময়ের কাণ্ডারী
পরবর্তী নিবন্ধঅসহায় দুস্থদের সহায়তায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে