১৯৬৯ সালের গণ-আন্দোলনের প্রথম শহীদ ছাত্রনেতা মোহাম্মদ আসাদুজ্জামান আসাদের ৫৩তম প্রয়াণ দিবস উপলক্ষে শিরোনাম ফাউন্ডেশনের উদ্যোগে গত বৃহস্পতিবার অনুষ্ঠিত স্মরণসভায় জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি শফর আলী বলেছেন, ১৯৬৯ সালের এই দিনে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা আসাদ। শহীদ আসাদের এই আত্মাত্যাগ চলমান আন্দোলনকে বেগবান করেছিল। প্রণবরাজ বড়ুয়ার সভাপতিত্বে ও আসিফ ইকবালের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন সৈয়দ দিদার আশরাফী। প্রধান বক্তা ছিলেন যুবলীগ নেতা সুমন দেবনাথ। বক্তব্য রাখেন মো. ওসমান গণি, অধ্যক্ষ নজরুল ইসলাম খান, দুলাল কান্তি বড়ুয়া, রমিজ উদ্দীন আহমেদ, নুরুল হক মেম্বার, রিমন মুহুরী, হারুন রশিদ, সজল দাশ, মো. তিতাস, এ কে মুুজিবুর রহমান, মো. জাফর আলম, জি এম ফয়সাল পারভেজ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।