শহীদ আসাদের আত্মত্যাগ প্রেরণার উৎস হয়ে থাকবে

মুক্তিযুদ্ধের প্রজন্মের সভায় বক্তারা

| শনিবার , ২৩ জানুয়ারি, ২০২১ at ১২:২১ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের প্রজন্ম-বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে শহীদ আসাদ দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা গত বুধবার নগরীর সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান আলোচক ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী। আলোচনায় অংশ নেন আবদুল মালেক খান, অ্যাডভোকেট সাইফুন্নাহার খুশী, ইঞ্জিনিয়ার পলাশ বড়ুয়া, মোঃ কামাল উদ্দিন, ইঞ্জিনিয়ার এয়াকুব মুন্না,নবী হোসেন সালাউদ্দিন,এম এ হাসান,ইমরান হোসেন ইমু, এডভোকেট সৈকত দাশগুপ্ত, কোহিনুর আকতার, ভাস্কর দেব, এস এম রাফি, সেলিম উদ্দিন, সোহেল মাহমুদ প্রমুখ। সভায় বক্তারা বলেন,স্বাধীনতা আন্দোলন চলাকালে ১৯৬৯ এর ২০জানুয়ারি পুলিশের গুলিতে শহীদ হন আসাদুজ্জামান। তাঁর মৃত্যুতে তিন দিনের শোক পালন শেষে ২৪ জানুয়ারি বঙ্গবন্ধুর ৬ দফা ও ছাত্রসংগ্রাম পরিষদের ১১ দফার ভিত্তিতে রাজপথে বাংলার মানুষের বাঁধভাঙা জোয়ারে সংগঠিত হয় ঐতিহাসিক গণ অভ্যুত্থান।
বাংলাদেশের অভ্যুদয়ের সংগ্রামে শহীদ আসাদের আত্মত্যাগের ইতিহাস প্রজন্ম থেকে প্রজন্মান্তরে প্রেরণার অফুরান উৎস হয়ে থাকবে। প্রেস বিঞ্জপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআহমদিয়া-রহমানিয়া জামে মসজিদ ও মিনার নির্মাণ কাজ উদ্বোধন
পরবর্তী নিবন্ধস্কুল-কলেজ খোলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ