মুক্তিযুদ্ধের প্রজন্ম : বৃহত্তর চট্টগ্রামের উদ্যোগে শহীদ আসাদ দিবস পালনোপলক্ষে এক আলোচনা সভা গতকাল শনিবার নগরীর দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে সংগঠনের সভাপতি আবদুল মালেক খানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক দীপন দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সেক্টর কমান্ডারস ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার। প্রধান আলোচক ছিলেন জেলার সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অ্যাডভোকেট সাইফুন নাহার খুশী, আশেক মাহমুদ, মাহি আল জিসা, ইলিয়াছ হায়দার, নবী হোসেন সালাউদ্দিন, কোহিনুর আকতার,মফিজুর রহমান বাহাদুর, এস এম মাহী, নাজিম ভূইঁয়া, জহির খান প্রমুখ। সভায় বক্তারা বলেন, ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদ আসাদ এদেশের গণতন্ত্রপ্রেমী মানুষের মাঝে চির জাগরুক থাকবেন। তার আত্মত্যাগ ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। প্রেস বিজ্ঞপ্তি।









