ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনভেনশন সেন্টারের নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের নাম বাদ দিয়ে এখন করা হয়েছে ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’। নতুন নামকরণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট অনুমোদন দিয়েছে বলে মঙ্গলবার এক অফিস আদেশে জানিয়েছে বিএসএমএমইউ। খবর বিডিনিউজের।
বিএসএমএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলামের স্বাক্ষরে ওই আদেশে বলা হয়, ২০২১ সালের ২৪ জুন অনুষ্ঠিত সিন্ডিকেটের ৮২তম সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় মেডিকেল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার রাখা হয়। সে সিদ্ধান্ত বাতিল করা হল।