জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম বলেছেন, শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আদর্শিক বাংলাদেশ গঠনে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের কোনো বিকল্প নেই। তিনি জনগণকে ঐক্যবদ্ধভাবে ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে শহীদের স্বপ্ন বাস্তবায়নের আহ্বান জানান।
তিনি গতকাল বৃহস্পতিবার মহানগরীর জামায়াতের উদ্যোগে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে গণসংযোগ সপ্তাহ উপলক্ষে বায়েজিদ অক্সিজেন মোড় থেকে শুরু করে আশপাশের বিভিন্ন এলাকায় আয়োজিত গণসংযোগ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বায়েজিদ থানা জামায়াতের আমির অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে গণসংযোগ কর্মসূচিতে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ, মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












