শহীদি রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত হবে

জামায়াতে ইসলামীর বিক্ষোভ সমাবেশে মাওলানা শাহজাহান

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৮ এপ্রিল, ২০২৫ at ৬:৫১ পূর্বাহ্ণ

বিশ্ব নেতৃবৃন্দকে ইসরায়েলের বিরুদ্ধে ও মানবতার পক্ষে সোচ্চার ভূমিকা পালন করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান। এসময় শহীদি রক্তের বদৌলতে ফিলিস্তিন মুক্ত হবে এবং আলআকসা মুসলমানদেরই থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

গতকাল সোমবার নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদ উত্তর গেটে গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশ শেষে মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর আমীর ও সাবেক এমপি শাহজাহান চৌধুরীর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিনের সঞ্চালনায় মিছিলে পরবর্তী বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন, মহানগরী নায়েবে আমীর ড. আ জ ম ওবায়েদুল্লাহ ও মুহাম্মদ নজরুল ইসলাম, নগর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সাল মুহাম্মদ ইউনুস ও মোহাম্মদ মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, কর্মপরিষদ সদস্য ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগর সভাপতি এস এম লুৎফর রহমান।

মাওলানা মুহাম্মদ শাহজাহান বলেন, গাজায় ইহুদিদের গণহত্যা পৃথিবীর ইতিহাসে জঘণ্য ও নিকৃষ্টতম যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধ। এই অপরাধে বিশ্ব সন্ত্রাসী রাষ্ট্র অবৈধ ইসরায়েলের পৃথিবীর মানচিত্রে অস্তিত্বের কোনো নৈতিক অধিকার নেই।

শাহজাহান চৌধুরী বলেন, মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধ না হলে ফিলিস্তিন মুক্ত করা সম্ভব নয়। মুসলমানদের মধ্যে ঐক্য সৃষ্টি না হওয়ার পেছনে কারণ হলো, দেশগুলোতে ইসলামপন্থী সরকার না থাকা। যদি দেশগুলোতে ইসলামপন্থী সরকার থাকত, তাহলে মুসলমানরা একতাবদ্ধ হওয়ার সুযোগ লাভ করত। এসময় উপস্থিত ছিলেন জামায়াতের নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, আবু বকর সিদ্দিক, মাওলানা মমতাজুর রহমান, আমির হোছাইন, হামেদ হাসান ইলাহী, ডা. আবু নাসের।

দক্ষিণ জেলা জামায়াত : জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও চট্টগ্রাম অঞ্চল টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক বলেছেন, নেতানিয়াহু বারবার যুদ্ধবিরতি ভঙ্গ করে ফিলিস্তিনের উপর হামলা করেছে। তিনি যেভাবে গণহত্যা চালিয়েছে, তাকে যুদ্ধাপরাধ ও মানবাধিকার লংঘনের জন্য দ্রুত গ্রেপ্তার করতে আন্তজাতিক অপরাধ আদালতকে আহ্বান জানাচ্ছি। গতকাল সোমবার দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে কেরানীহাটে বিক্ষোভ মিছিলোত্তর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দক্ষিণ জেলা জামায়াতের উদ্যোগে কেরানীহাট সাতকানিয়া রাস্তার মাথা মডেল মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পুরো কেরানীহাট প্রদক্ষিণ করে বান্দরবান রাস্তার মাথায় সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামী দক্ষিণ জেলার আমীর আনোয়ারুল আলম চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ নুরুল্লাহ, সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা বদরুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারী অ্যাডভোকেট আবু নাছের, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মুহাম্মদ নুরুল আমিন, সাংগঠনিক সেক্রেটারী মাওলানা নুরুল হোসাইন, অফিস সেক্রেটারী নুরুল হক, জেলা কর্মপরিষদ সদস্য ইঞ্জিনিয়ার শহীদুল মোস্তফা, দক্ষিণ জেলা শিবিরের সভাপতি আসিফুল্লাহ আরমান, লোহাগাড়া উপজেলা আমীর অধ্যাপক আসাদুল্লাহ ইসলামাবাদী, সাতকানিয়া উপজেলা আমীর মাওলানা কামাল উদ্দীন, বাঁশখালী উপজেলা আমীর অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসমাইল প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধযেসব দেশ অনুরোধ করেছে, সেগুলোর সঙ্গে আলোচনা শিগগির : ট্রাম্প
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা