শহীদমিনার জানে
ফেব্রুয়ারির তপ্ত দুপুর
রপ্ত চলে ভাষা–
বুকের ভেতর দীপ্ত সাহস
জাগিয়ে তোলে আশা।
বুকের ভেতর একুশে বীজ
বীজের ভেতর চারা,
বাংলা ভাষার ভালোবাসায়
মনটা পাগলপারা।
ফেব্রুয়ারির চিন্তা–চেতন
ভাসে কাব্য–গানে,
ভাষার আশা কোথায় উড়ে
শহীদমিনার জানে।