শহীদদের স্মরণে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের প্রদীপ প্রজ্বলন

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ ডিসেম্বর, ২০২৩ at ৭:৩১ পূর্বাহ্ণ

প্রদীপ প্রজ্জ্বলন ও দেশাত্মবোধক গানের সুরে সুরে একাত্তরের বীর শহীদদের স্মরণ করলো জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ। নগরের জামালখান চত্বরে গত শুক্রবার সন্ধ্যায় কর্মসূচি পালন করা হয়। এসময় বক্তব্য রাখেন পরিষদের সভাপতি সমাজবিজ্ঞানী প্রফেসর ড. অনুপম সেন। তিনি বলেন, বাঙালি সবসময় প্রজা ছিল। ’৪৭ সালে দেশভাগের ভিত্তিতে দুটি রাষ্ট্র হয়েছিল। কিন্তু দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে জন্ম হওয়া পাকিস্তানীরা আমাদের শোষণ করে গেছে। এজন্য বঙ্গবন্ধু দেশটাকে স্বাধীন করার জন্য ছয় দফা দিয়েছিলেন।

সেই ছয় দফা বাংলার মুক্তির সনদ। ড. অনুপম সেন আরও বলেন, তারা আমার মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। ভাষা আন্দোলনের সূত্র ধরেই আমাদের স্বাধীনতা আন্দোলন হয়। বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন একটা স্বাধীন দেশের। ২৫ মার্চ তিনি স্বাধীনতার ঘোষণা দিলেন। তিনি বলেন, আজ থেকে হাজার বছর পরও এই বিজয় দিবস উদযাপিত হবে। উত্তর প্রজন্ম দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে। প্রজন্ম থেকে প্রজন্ম বাঙালির গৌরবগাঁথা উচ্চারণ করবে বারে বারে।

এসময় উপস্থিত ছিলেন পরিষদের সহসভাপতি অধ্যাপক এ কিউ এম সিরাজুল ইসলাম, সম্পাদক মন্ডলীর সদস্য অনির্বাণ ভট্টাচার্য প্রমুখ। পরে শিল্পী শ্রেয়সী রায়ের পরিচালনায় দেশাত্মবোধক গান পরিবেশন করেন পরিষদের শিল্পীরা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসংগ্রহশালায় নজরুলের ‘জগৎতারিণী’ ‘পদ্মভূষণ’ পদক আসল নয়!
পরবর্তী নিবন্ধ৬৪’তেও প্রাণবন্ত সুবর্ণা মুস্তাফা কাজ করে চলেছেন ক্লান্তিহীন