বিএনপির স্থায়ী কমিটির সদস্য কঙবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ নির্বাচনী প্রচারণার ১ম দিন শিশু–কিশোরদের সঙ্গে খেলাধুলা করেছেন। সকালে নিজ এলাকায় নিজ প্রতিষ্ঠিত শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে শিশু–কিশোরদের সঙ্গে ক্রিকেট ও ফুটবল খেলে সময় কাটান তিনি। এসময় তিনি মাঠে নেমে ব্যাট করে ছক্কা হাঁকান। পরে ফুটবল খেলতে নেমে একটি গোলও করেন। সালাহউদ্দিন আহমদকে কাছে পেয়ে শিশু–কিশোররা উল্লাসে মেতে উঠে। কোনো ধরনের আড়ষ্টতা ছাড়াই তারা সালাহউদ্দিন আহমেদের সঙ্গে গল্প করেছে, মাঠে করেছে খেলাধুলা।
দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর তিনি নিজ এলাকায় এভাবে খেলাধুলায় মেতে উঠার ভিডিও ছড়িয়ে পড়লে নেট দুনিয়ায় বেশ প্রশংসিত হয়। অনেকেই এটিকে নির্বাচনের মাঠে বাড়তি আনন্দ দিয়ে মানুষের মনে স্থান করে নিয়েছেন বলে মনে করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন লিখেন, সালাহউদ্দিন আহমদ রাজনীতির মাঠে যেমন দক্ষ, তেমনি খেলার মাঠেও একজন পাকা খেলোয়াড়।
নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১ম দিনে তিনি মাতামুহুরী সাংগঠনিক থানার কোনাখালী ইউনিয়নে গণসংযোগ করেন। এসময় সালাহউদ্দিন আহমদকে কাছে পেয়ে উপস্থিত স্থানীয় হাজারো নারী–পুরুষের মাঝে উৎসাহ দেখা দেয়। অনেকে নিজেদের এলাকার নানান সমস্যার কথা তুলে ধরেন।
গণসংযোগের পাশাপাশি গ্রামের স্টেশনে একাধিক পথসভায় বক্তব্য রাখেন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। বক্তব্যে তিনি বলেন, অবরুদ্ধ গণতন্ত্র মুক্তি পেয়েছে, মানুষ ভোটাধিকার ফেরত পেয়েছে। মুক্ত স্বাধীন পরিবেশে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এদেশে শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। এদিন কোনাখালীর পাশাপাশি ঢেমুশিয়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডে গণসংযোগ করেন তিনি।












