দেশটাকে ভালোবেসে চলে গেল যারা
আর কখনও ফিরবে কি তারা?
ফিরবে তারা আমাদেরই অন্তরে অন্তরে
থাকবে ভালো সবার হৃদয় বন্দরে।
তোমাদের স্বপ্নপূরণ আমরাই যে করবো
চিরদিন রাখবো মনে, ভুলে যে না যাবো।
ঐশিকা সরোজিনী বিশ্বাস (৩০,৮৭২) | বুধবার , ৩১ মে, ২০২৩ at ৫:৫৬ পূর্বাহ্ণ