চারুলতার উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে চারুলতা পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের অবৈতনিক বিদ্যাপীঠ চারুলতা বিদ্যাপীঠের শিক্ষার্থীরা শহিদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা শেষে বিদ্যালয়ের বার্ষিক ফলাফল ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
এতে অতিথি ছিলেন চারুলতার উপদেষ্টা ডা. অভীক রায়হান, সৌমেন নন্দী। চারুলতার সদস্য সায়মা ওয়াসি, সুমাইয়া তামিমের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন চারুলতার সভাপতি মো. ইসমাইল চৌধুরী, সাধারণ সম্পাদক রাজু দে, সদস্য সৈয়দ আবরার শাহরিয়ার, মাহফুজ হৃদয়, চারুলতা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা মায়া বৈষ্ণব, শিক্ষিকা লিপি দে, জেসমিন আক্তার, সাকিয়া জান্নাত প্রমুখ।