শহর সমাজসেবার প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ

| মঙ্গলবার , ১৬ ডিসেম্বর, ২০২৫ at ১০:৩১ পূর্বাহ্ণ

শহর সমাজসেবা কার্যালয়, মোমিন রোড, চট্টগ্রামের প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ গত ১৫ ডিসেম্বর সমাজসেবা কার্যালয় মিলনায়তনে সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সমন্বয় পরিষদের সভাপতি সৈয়দ মো. মোরশেদ হোসেন। প্রধান বক্তা ছিলেন কার্যনির্বাহী পরিষদের সদস্য আলহাজ রফিক আহমেদ। বিশেষ অতিথি ছিলেন হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ, নুর জাহান খান, বেলায়েত হোসেন, মো. জাহাঙ্গীর মোস্তফা, রাবেয়া খাতুন শিমুল। বক্তব্য রাখেন দেব প্রসাদ চক্রবর্তী, কাউছার জান্নাত মুক্তা, রানু ভট্টাচার্য্য , প্রশিক্ষণার্থী মো. মুছা,রাইসা বিশ্বাস প্রমুখ। শেষে ১২০ জন প্রশিক্ষণার্থীকে কারিগরী শিক্ষাবোর্ডের সনদপত্র বিতরণ করা হয়। প্রধান অতিথি বলেন, দক্ষ জনশক্তি জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান বাস্তব ক্ষেত্রে ব্যবহার করে সফল উদ্যেক্তা ও স্বাবলম্বী হওয়ার মাধ্যমে দেশ ও জাতি গঠনে এগিয়ে আসার আহবান জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমীরসরাইয়ে রেললাইনের পাশে অজ্ঞাত যুবকের লাশ
পরবর্তী নিবন্ধসৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী দর্শন শীর্ষক সেমিনার