শহরের জীবনযুদ্ধ নিয়ে ইউটিউবে একটি নতুন গান প্রকাশ করেছে ওপার বাংলার ব্যান্ড প্রান্তর। ৬ মিনিট ১২ সেকেন্ডের এই মিউজিক ভিডিওর শিরোনাম ‘শহর’। খবর বিডিনিউজের।
গত ২৫ অক্টোবর ইউটিউবে প্রান্তর বাংলা ব্যান্ড চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে তারা। মেলোডি রক ধাঁচের গানটি লিখেছেন ব্যান্ডের ভোকাল অর্নব সেন, তিনিই গেয়েছেন। মিউজিকে সাথে ছিলেন ব্যান্ডের সদস্য দেবীপদ পন্ডা, নীল, শুভেন্দু বর, সম্রাট সরকার, এম জে রাজা এবং প্রদীপ কুমার দাস। ভারতের ম্যাজিক মোশন পিকচারস নির্মিত এই মিউজিক ভিডিওতে প্রান্তরের বাকি সদস্যদেরও দেখা যাবে। অর্নব সেন বলেন, শহর একটা কুরুক্ষেত্র… যেখানে বাঁচার জন্য আমরা প্রতিদিন লড়াই করি।