চট্টগ্রাম শহরের অনেক রাস্তার সাথে পথচারীদের নিরাপদ চলাচল এর জন্য ফুটপাত নেই। আজ চট্টগ্রাম শহরের একটা সড়কের কথা লিখছি। যেখানে কোনও ফুটপাত নেই। চট্টেশ্বরী সড়ক হলো চট্টগ্রাম শহরের একটি গুরুত্বপূর্ণ সড়ক, যা শহরের প্রাণকেন্দ্রের মধ্য দিয়ে গেছে। এই সড়কটি জয়নগর আবাসিক এলাকা। বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত। চট্টগ্রাম মেডিকেল কলেজ হোস্টেল, এশিয়ান ওমেন ইউনিভার্সিটি। চিটাগাং গ্রামার স্কুল। বেভারলি হিলস আবাসিক সোসাইটি, এবং কমনওয়েলথ ওয়ার সেমেট্রি–এর মতো গুরুত্বপূর্ণ স্থাপনার কাছাকাছি অবস্থিত এবং এটি শহরের যানজট নিরসনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
দুর্ভাগ্য বশতঃ এই সড়কের দুপাশেই ফুটপাত নেই। চট্টগ্রাম নগরীর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই সড়কে গোলজার টাওয়ার থেকে মেহেদিবাগ পর্যন্ত সড়ক সংলগ্ন নিরাপদ ফুটপাত দ্রুত নির্মাণ করার জন্য। যাতে পথচারীদের নিরাপদ হাঁটা ও পথ চলার সুযোগ হয়। শুধু এই সড়ক নয়, চট্টগ্রাম শহরের অনেক সড়কেই চলাচলের জন্য ফুটপাত নেই আর থাকলেও তা হয়তো অবৈধ দখলে।
নিরাপদ ফুটপাত এর অভাবে পথচারীরা অনিরাপদ মূল সড়ক ব্যবহার করেন। যা কখনো কখনো বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, পথচারীদের কল্যাণে পরিচ্ছন্ন ও নিরাপদ ফুটপাত নিশ্চিত করুন।
ছাইফুল হুদা ছিদ্দিকী
চট্টগ্রাম।












