শহরের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার

ব্রিজ-কালভার্ট-সড়ক উদ্বোধনে নদভী

| সোমবার , ২২ মার্চ, ২০২১ at ১১:২১ পূর্বাহ্ণ

লোহাগাড়া উপজেলার দরবেশহাট-মাইজবিলা সড়কের টংকাবতী খালের উপর নির্মিত পিসি গার্ডার ব্রিজসহ কলাউজান ইউনিয়নের বিভিন্ন স্থানে নির্মিত পিআইও ব্রিজ, কালভার্ট এবং রাস্তার উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। গত শনিবার দিনব্যাপী এসব উন্নয়ন কাজ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন হিরু, লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকের হোসাইন মাহমুদ, উপজেলা প্রকৌশলী দিবাকর রায়, আওয়ামী লীগ নেতা মিয়া কাসেম, নিবাস দাশ সাগর, নাজমুল হাসান মিন্টু, সাইফুল আলম চৌধুরী, এসএম আবদুল জব্বার, এইচ এম গনি সম্রাট, মুহাম্মদ জহির উদ্দিন, আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান এম এ ওয়াহেদ, এসএম ইউনুচ প্রমুখ। অনুষ্ঠানে সাংসদ আবু রেজা নদভী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে। সূচকে বাংলাদেশ সমপর্যায়ের উন্নয়নশীল অন্যান্য দেশ, এমনকি প্রতিবেশী অনেকে দেশকে পেছনে ফেলতে সমর্থ হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নকে দ্রুত এগিয়ে নিতে শহরের পাশাপাশি গ্রামীণ অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপরও সমানভাবে গুরুত্ব দিচ্ছে সরকার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমানুষের কল্যাণে কাজ করে অমরত্ব লাভ করা যায়
পরবর্তী নিবন্ধস্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মৌলবাদের বিরুদ্ধে লড়াই দুর্ভাগ্যজনক