কাজল গাঁ তার ঘর বেঁধেছে
কাজলা নদীর পাড়ে
জুঁই বকুলের সুবাস মাখা
রূপটি নজর কাড়ে।
স্নানটি সেরে কাজল গাঁ তার
পরল সবুজ বেশ
নদীর পাড়ে কাশের বনে
শুকায় সাদা কেশ।
দখিন পবন দোল খেয়ে যায়
কাজল গাঁয়ের কেশে
শিস দিয়ে যায় দোয়েল পাখি
বাড়ির পাশে এসে।
শিউলি বোঁটার কমলা রঙে
আলতা পরা পায়ে
সাদা মেঘের ভেলায় চেপে
শরৎ এলো গাঁয়ে।