নীলাভ আকাশ কাৎ হয়ে যায়
এই শরতের দিনে
শান্ত হাওয়ায় কাশের দোলায়
নাও শরতকে চিনে !
খালের ধারে নদীর পাড়ে
কাশফুলেদের হাসি
মেঘের পাহাড় জমে ওপার
জমে রাশি রাশি !
চাঁদ যেন নয় রূপোর থালা
জল পুকুরে ভাসে
ভোর সকালে শিশির ঝরে
সবুজ তৃণ ঘাসে !
জুঁই –কামিনি,শিউলি –কেয়া
ছড়ায় সুবাস–ঘ্রাণ
শরৎ এলে কেমন যেন
হয় উতলা প্রাণ !